চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

সোমবার :: ১১.০৯.২০১৭

সদর উপজেলায় শিক্ষার গুণগত মানোন্নয়ন ও মাধ্যমিক পর্যায়ে প্রধান শিক্ষককদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১ নং হরিপুর উচ্চ বিদ্যালয়ে, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এই সভার আয়োজন করে। ১ নং হরিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামালের সভাপতিতে,¡ আয়োজত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার উদ্দিন শামীম। বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান, একাডেমী সুপারভাইজার আব্দুল আলিম, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল হকসহ অন্যান্যরা। মতবিনিময় সভায় শিক্ষার মানোন্নয়ন ও প্রধান শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিকুল ইসলাম।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …