শুক্রবার :: ০৭:০৪:২০১৭
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার গনকা এলাকার একটি আম বাগান থেকে ৮টি ককটেল ও বিস্ফোরক উদ্ধার করে ধ্বংস করেছে র্যাব-৫। আজ বেলা ১১ টার দিকে র্যাব-৫ রাজশাহীর বোমা বিশেষজ্ঞ দলের সদস্যরা আম বাগানের একটি গর্তের মধ্যে থাকা ওই বিস্ফোরকের বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রীয় করেন। গতকাল একই এলাকায় একটি পুকুরের পাড়ে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে আলো খাতুন নামে ৮ বছরের এক শিশু আহত হয়। আলী হোসেনের কন্যা আহত আলো গনকা প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী। এ ঘটনার পর বিকালে ওই এলাকায় অভিযান শুরু করে র্যাব সদস্যরা। অভিযানে ৮টি ককটেল ও ৮টি দেশী অস্ত্র উদ্ধার করা হয় । এ সময় শক্তিশালী বিস্ফোরকের সন্ধান পান র্যাব সদস্যরা। পরে সন্ধ্যা থেকে ওই এলাকা ঘিরে রাখে। বোমা বিস্ফোরণের সময়, র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মাহবুব উপস্থিত ছিলেন। বোমা নিষ্ক্রীয় করার পর তিনি সাংবাদিকদের জানান, রাতে আমাদের বোমা বিশেষজ্ঞ দল এ বিস্ফোরকটি পরীক্ষা করে দেখে যে এটা খুবই শক্তিশালী ও এর ভেতরে ইলেকট্রিক সার্কিট থাকতে পারে। তাই রাতে ওই এলাকা ঘিরে রাখা হয়। আজ সেটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রীয় করা হয়েছে। এদিকে, এই ঘটনায় সন্দেহভাজন হিসাবে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলিনগর মহল্লার আব্দুল বারেকের ছেলে তারেক নামে একজনকে আটক করা হয়েছে।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …