শুক্রবার :: ৩০.০৩. ২০১৮
চাঁপাইনবাবগঞ্জে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাকাব এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রতিযেগিতায় রাকাব কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। চাঁপাইনবাবগঞ্জ জোনাল ব্যবস্থাপক আফসারুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাকাবের রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জোনাল নিরীক্ষা কর্মকর্তা লোকমান আলী। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।