বৃহস্পতিবার ঃঃ ২৩.০২.২০১৭
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় রবি খোঁজ দ্যা স্পিনার হান্ট কার্যক্রম ২০১৭ চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। আজ দিনব্যাপী এ কার্যক্রমের ৫০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। এর মধ্যে ১৭ জন ইয়েস কার্ড পেয়ে বিভাগীয় পর্যায়ের কার্যক্রমে অংশ গ্রহণের সুযোগ পায়। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া কর্মকর্তা আখতারুজ্জামান রেজা তালুকদার রুমি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা, যুগ্ম সম্পাদক আজমাল হোসেন, নির্বাহী সদস্য হুমায়ন কবির লুকুসহ অন্যান্যরা।