চাঁপাইনবাবগঞ্জে যুবকে পিটিয়ে হত্যা।

মঙ্গলবার ঃঃ ২৭.০৬.২০১৭
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা বাইপাস এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতযুবকের নাম রুবেল, সে আমনুরা ভাবুক এলাকার ইসরাইল হোসেনের ছেলে। এই ঘটনায় পুলিশ ভাবুক এলাকা থেকে ১৩ জনকে আটক করেছে। ঝিলিম ইউনিয়নের চেয়ারম্যান তসিকুল ইসলাম জানান, গতকাল বিকেলে কয়েকজন যুবক অটোরিক্সায় উচ্চ শব্দে গান বাজাতে বাজাতে আমনুরার ভাবুক এলাকা দিয়ে যাচ্ছিল, এই সময় স্থানীয় কয়েকজন মুরুব্বী তাদের বকাঝকা করে। পরে ওই যুবকরা ওই এলাকা থেকে চলে গেলেও একসময় আমনুরা বাইপাস এলাকায় ঐ গ্রামের দুই যুবক রুবেল ও নবী দুই ভাইকে পেয়ে বেধরক পিটিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় রুবেল ও নবীকে উদ্ধার করে নবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দিবাগত রাত তিনটার দিকে রুবেলের মৃত্যু হয়। রুবেলের ভাই নবী এখনো চিকিৎসাধীন। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি সাবের রেজা আহম্মেদ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে আমনুরায় এক যুবকের মৃতুর ঘটনায় ১৩ জনকে আটক করা হয়েছে। লাশের ময়নাতদন্ত আজ দুপুরে সম্পন্ন হয়েছে, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় ওসি ।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …