শনিবার :: ২৪.০৩.২০১৮
নেতৃত্ব চাই যক্ষ্মা নির্মূলে-ইতিহাস গড়ি সবাই মিলে-এই শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। যক্ষ্মা নির্মূলে সবাইকে একসাথে কাজ করার আহবান জানিয়েছেন বক্তারা। আজ সকালে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ, জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি নাটাব ও ডেমিয়েন ফাউন্ডেশন র্যালি ও সমাবেশের আয়োজন করে। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে বক্ষব্যাধি ক্লিনিকের সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এমএ মাতিন, বক্ষব্যাধি ক্লিনিকের জুনিয়র কনসালটেন্ট ডা. অসিত সরকার, জেলা নাটাবের সভাপতি মনিম উদ দৌলা চৌধুরী, যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রক কর্মকর্তা মাসুদুল আলম, সিনিয়র স্টাফ নার্স মতিয়ারা বেগমসহ অন্যান্যরা।
এদিকে, ভোলাহাটে বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে আজ সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ডেমিয়েন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত র্যালিটি বের হয়ে মেডিকেল মোড় ঘুরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিনণ শেষে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডেমিয়েন ফাউন্ডেশন ভোলাহাট টিএলসিসি দায়নি শিলউস সরেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকল অফিসার ওয়াসিম আহসান পাভেল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, স্যানিটারী ইন্সপ্ক্টের আব্দুস সবুর, সিনিয়র স্টাফ নার্স কাজল, খাইরুল ইসলাম ডেমিয়েন ফাউন্ডেশন এসওটিএলসিএ মামুনুর রশিদসহ অন্যান্যরা।