চাঁপাইনবাবগঞ্জে মেধা অন্বেষণ প্রতিযোগিতা

বুধবার :: ০৪.০৪.২০১৮

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ দুদিন ব্যাপী প্রতিযোগিতার সমাপনি অনুষ্ঠান বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর কলেজে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শংকরবাটী হেফজুল উলুম এফকে কামিল মাদরাসার অধ্যক্ষ ড.এমরান হোসেন, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীর, আজাইপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, নয়ানশুকা আরকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারেক নূর ই-জামান, সুপার দূর্গাপুর দারুল উলুম দাখিল মাদরাসা হাফেজ মোজচাম্মেল হক, আলীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এতাহার আলীসহ বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীদের অভিভাবকগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল আলীম।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …