বুধবার ঃঃ ১৭.০৫.২০১৭
প্রসপেক্টস অব মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইন বাংলাদেশ শীর্ষক সেমিনার চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। আজ চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ডিপার্টমেন্ট অব মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অব ওয়ার্ল্ড ইউনিভারসিটি অব বাংলাদেশ এই সেমিনারের আয়োজন করে। ওয়ার্ল্ড ইউনিভারসিটির মেকাট্রনিক্স ডিপার্টমেন্টের সিনিয়র এসিস্টেন্ট প্রফেসর একেএম জয়নুল আবেদীনের সভাপতিত্বে, অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী হুমায়ন কবির খান। অন্যান্যোদের মধ্যে আরো উপস্তিত ছিলেন উপাধ্যক্ষ এজেএম মাসুদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান, প্রকৌশলী শহীদুল ইসলাম এবং ওয়ার্ল্ড ইউনিভারসিটির উপাচার্য প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরীর।