চাঁপাইনবাবগঞ্জে মাইক্রো ফিন্যান্স-সিআইবি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনা এবং মাইক্রো ফিন্যান্স-ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ক্ষুদ্রঋণ কার্যক্রমে কর্মরত ব্যবস্থাপক ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণকে নিয়ে এই প্রশিক্ষণ অুনষ্ঠিত হয়। শনিবার সকালে জেলাশহরের বেলেপুকুরে প্রয়াসের নকীব হোসেন মিলনায়তনেমাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)’র সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণ প্রদান করেন এমআরএ’র পরিচালক নুরে আলম মেহেদী, উপপরিচালক আব্দুল মান্নান, উপপরিচালক (এমআইএস অ্যান্ড সিডিবি শাখা) সাহিদুল হাসান, বাংলাদেশ ব্যাংকের সহকারী প্রোগ্রামার মো. নাসিমুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, পরিচালক মুখলেছুর রহমান, সিনিয়র সহকারী পরিচালক আবুল খায়ের খান, তাজেমুল হক, সহকারী পরিচালক মোমিনুল ইসলাম, জুলফিকার আলি, কনিষ্ঠ সহকারী পরিচালক তানভীর আহমেদ রিয়াদসহ অন্য কমকর্তাবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top