মঙ্গলবার ২৮.০২.২০১৭
সদর উপজেলার আমনুরা শিমুলতলা এলাকায় আজ দুপুরে অভিযান চালিয়ে মদসহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকতরা হলো রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাট্টা গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহেল রানা ও এই গ্রামের আনসার আলীর ছেলে ইয়াকুব আলী। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি টিম আজ দুপুরে ঐ এলাকায় অভিযান চালিয়ে ৪৫ বোতল মদসহ সোহেল ও ইয়াকুবকে গ্রেফতার করে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মাজহারুল ইসলাম জানান, এব্যাপারে সদর থানায় মামলা হয়েছে।