বৃহস্পতিবার ঃঃ ০১.০৬.২০১৭
ওজন ও পরিমাপ অধ্যাদেশের আওতায় আজ চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত চলাকালীন জেলা শহরের মডার্ণ মার্কেট এলাকায় মাংস পট্রি, মুরিগি পট্রি, মাছ পট্রি ও ইফতারির দোকানে ওজনে কারচুপি করছে কি না তা পর্যবেক্ষণ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম ওজন সংক্রান্ত ত্রুটির কারণে একটি ইফতারির দোকানকে ওজন ও পরিমাপ অধ্যাদেশ বলে ১০ হাজার টাকা জরিমানা করে। এসময় রাজশাহী বিএসটিআই-এর পরিদর্শক অঅবুল কায়েমসহ আইনশঙ্খলা বহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …