সোমবার :: ০২.১২.২০১৯।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের অভিযানে একটি রেস্তোঁরা সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া একটি বেকারীকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে তা আদায় করা হয়েছে। অভিযানে অপর একটি রেস্তোঁরার প্রধান বাবুর্চিকে অপরিস্কার দেহে কর্মরত অবস্থায় পাওয়া গেলে তার দেহ অভিযান দলের উপস্থিতিতেই পরিস্কার করিয়ে নেয়া হয়। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ শহরে অভিযানগুলো পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্বদানকারী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক জহিরুল ইসলাম জানান, সকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও প্রক্রিয়াকরণের অপরাধে নতুনহাট এলাকার সাগর বেকারীকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে শহরের শান্তিমোড় এলাকার একটি রেস্তোঁরা সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়।
এছাড়া অভিযানকালে শহরের বাতেন খাঁ মোড়ে অবস্থিত 2টি নামের অপর একটি রেস্তোঁরার রান্নাঘর পরিচ্ছন্ন থাকলেও প্রধান বাবুর্চির আঙ্গুলের নখগুলো বড় পাওয়া যায়। যার দ্বারা রোগ সংক্রমিত হতে পারে। ফলে অভিযানকালে বাবুর্চির নখের বড় অংশ তাৎক্ষনিক কাটিয়ে নেয়া হয়। অভিযানে অংশ নেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর কোবাদ আলী, জেলা বাজার বিপনণ কর্মকর্তা নুরুল ইসলাম ও সদর থানা পুলিশের একটি দল।