চাঁপাইনবাবগঞ্জে ভূয়া ডিবি পরিচয়দানকারী আন্তজেলা ছিনতাই চক্রের প্রধানসহ ৬জন গ্রেফতার।

রবিবার ঃঃ ২৩.০৭.২০১৭
চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা ছিনতাই চক্রের প্রধান ও ভূয়া ডিবি পরিচয়দানকারী শাকিলসহ ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, গাজিপুর জেলার ছিনতাইয়ের মূলহোতা শাকিল, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরহাট ঘাইসাপাড়া গ্রামের নিয়ামত মিয়ার ছেলে ওসমান গনি, আনন্দ কর্মকারের ছেলে রাজকুমার কর্মকার, নুরুল আলম বেনজিরের স্ত্রী ও শাকিলের শ্বাশুড়ি হালিমা বেগম এবং মাদারিপুর জেলার রেজাউল শেখ ও সঞ্জয় হালদার। এসময় তাদের কাছ থেকে ২টি স্বর্ণের বালা, ১ ভরি ৪ আনা ভাংরি সোনা, ৯টি মোবাইল, ৫টি পাসপোর্ট, নগদ ২০ হাজার ৩৪৬ টাকা, ২৩ টি ব্যাগ, ১টি হ্যান্ডক্যাপ ও রাতে ব্যবহৃত পুলিশের ১টি রিপেক্টিং ভেস্ট উদ্ধার করে। অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খাঁন জানান, শিবগঞ্জের আব্দুল আওয়ালের স্ত্রীর স্বর্ণালংকারসহ ব্যাগ ছিনতাইয়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ গতকাল দিবাগত রাত ৩টার দিকে ঘাইসাপাড়া এলাকায় শাকিলের বাড়িতে অভিযান চালিয়ে ছিনতাই চক্রের মূলহোতা শাকিলকে আটক করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে আজ দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্যদের আটক করা হয়। তিনি আরো জানান, তারা আন্তঃজেলা ছিনতাইয়ের চক্রের সদস্য এবং দীর্ঘ ৭ বছর ধরে ডিবি পুলিশসহ বিভিন্ন পরিচয় দিয়ে ছিনতাই করে আসছিল। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …