
চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের অধীনে ফ্রন্টেক্স-জেআরএস প্রজেক্টের আওতায় অস্ট্রিয়া ফেরত ৩ জন ক্ষতিগ্রস্ত অভিবাসীকে ৬ লাখ ৩৮ হাজার ৮২০ টাকার চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী তার দপ্তরে তাদেরকে চেক হস্তান্তর করেন।
অস্ট্রিয়া ফেরত ৩ জন ক্ষতিগ্রস্ত হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টিকরামপুরের মো. মফিজুল ইসলামের ছেলে মো. মিজানুর রহমান, দক্ষিণচরা গ্রাম নামোশংকরবাটির মেসের আলীর ছেলে মো. মানিক আলী ও নামোরাজারামপুর ভাটোপাড়ার ইসরাইল হোসেনের ছেলে মো. সুলাইমান।
চেক প্রদানকালে আরো উপস্থিত ছিলেন- ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোমেনা খাতুন, জেন্ডার অ্যান্ড জাস্টিস প্রোগ্রামের রিজিওনাল ম্যানেজার জেসমিন জুঁই, সিরাজগঞ্জের মাইগ্রেশন প্রোগ্রামের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর হামিদা আহসান ও সেক্টর স্পেশালিস্ট মো. আব্দুল্লাহ আল কাহাফ।
মোমেনা খাতুন জানান, এই তিন ব্যক্তি অস্ট্রিয়া গিয়ে ক্ষতির শিকার হয়ে দেশে ফেরত আসেন। তাদের কর্মসংস্থান সৃষ্টির জন্য এই টাকা দেয়া হলো।