সোমবার::৩০.০১.১৭
চাঁপাইনবাবগঞ্জে বিষমুক্ত আম উৎপাদন ও সরবরাহ নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিষমুক্ত আম উৎপাদনে আম চাষী, ব্যবসায়িসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলার প্রধান অর্থকরী ফসল আম নিয়ে কেউ কোন ষড়যন্ত্র করতে না পারে সে বিষয়েও সতর্ক থাকার আহবান জানানো হয়। সভায় কানসাট আম বাজারে পুরাতন পদ্ধতিতে আম ওজনের ফলে চাষী ও ব্যবসায়ীদের ক্ষতি হয় উল্লেখ করে ডিজিটাল ওজন মাপক যন্ত্রের মাধ্যমে আম ক্রয়-বিক্রয়ের বিষয় তুলে ধরা হয়। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এরশাদ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ তৌফিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ওয়ারেছ আলী মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুঞ্জুরুল হুদা, চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হামিম রেজাসহ অন্যান্যরা।