চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন

বৃহস্পতিবার :: ১৫.০৩.২০১৮

শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস। ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিকরণ এ প্রতিপাদ্যে সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার ছিলেন জেলা প্রশাসক মাহমুুদুল হাসান, নবাবগঞ্জ সরকারি কলেজের সদ্য অবসরে যাওয়া অধ্যক্ষ এ কে এম মনজুর রেজা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এরশাদ হোসেন খান। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সদস্য সচিব ও চাঁপাইনবাবগঞ্জের এনডিসি নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অলোচনায় আরো অংশ নেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হুদা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জহিরুল ইসলাম, জেলা বাজার ব্যবস্থাপনা কর্মকর্তা নুরুল ইসলাম, ক্যাবের জেলা সভাপতি আব্দুল হান্নান। জেলা প্রশাসন এসব কর্মসূচির আয়োজন করে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …