বৃহস্পতিবার :: ১৫.০৩.২০১৮
শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস। ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিকরণ এ প্রতিপাদ্যে সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার ছিলেন জেলা প্রশাসক মাহমুুদুল হাসান, নবাবগঞ্জ সরকারি কলেজের সদ্য অবসরে যাওয়া অধ্যক্ষ এ কে এম মনজুর রেজা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এরশাদ হোসেন খান। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সদস্য সচিব ও চাঁপাইনবাবগঞ্জের এনডিসি নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অলোচনায় আরো অংশ নেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হুদা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জহিরুল ইসলাম, জেলা বাজার ব্যবস্থাপনা কর্মকর্তা নুরুল ইসলাম, ক্যাবের জেলা সভাপতি আব্দুল হান্নান। জেলা প্রশাসন এসব কর্মসূচির আয়োজন করে।