সোমবার :: ০২.১০.২০১৭
চাঁপাইনবাবগঞ্জে আজ বিশ্ববসতি দিবস উদযাপন করা হয়েছে। “গৃহায়ন নীতিমালা সাধ্যের আবাস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণপূর্ত বিভাগ, চাঁপাইনবাবগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে একইস্থানে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক মাহমুদুল হাসান। স্বাগত বক্তব্য দেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ রানা। এছাড়াও গৃহায়ন নীতিমালা মেনে ভবন নির্মাণের আহবান জানান বক্তাগণ।