বুধবার ঃঃ ২২.০৩.২০১৭
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। আজ সকালে জেলা পানি উন্নয়ন বোর্ড ও বেসরকারি উন্নয়ন সংস্থা ডাসকো’র সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের সহযোগিতায় র্যালী ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মাহমুদুল হাসানের নেতৃত্বে, র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের বড়ইন্দারা মোড় ঘুরে আলোচনা অনুষ্ঠানে মিলিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু জাফর। আলোচনায় আরো অংশগ্রহণ করেন, স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ শাহিদুল আলম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমান ভুঁইঞা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বাহার উদ্দিন মৃধা, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী হারুণ অর রশিদ, ডাকসোর আঞ্চলিক সমন্বয়কারী খ্ইারুল ইসলাম। এসময় সভাপতির বক্তব্যে স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু জাফর বলেন এই পরিকল্পনায় পানি ব্যবহারের টেকনোলজি আমাদের অর্জন করতে হবে সেইসাথে পানি ব্যবস্থাপনা কমিটিকে এ বিষয়ে বিভিন্ন সেমিনারের মাধ্যমে সকলকে অব্যহিত করতে হবে।
উল্লেখ্য, পানির প্রয়োজনীয়তা, বর্জ্য পানির গরুত্ব ও শোধনের ব্যবস্থা, বর্জ্য পানির পরিমিত ব্যবহার, সমস্বিত পানি ব্যবস্থাপনা, টেকসই উন্নয়ন সম্ভাবনাসহ পনি বিষয়ক বিভিন্ন তথ্য মাল্টিমিডিয়ায় উপস্থাপন করে পানি উন্নয়ন বোর্ড।