চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্যোগে মঙ্গলবার ডায়াবেটিক হাসপাতালে বিনামূল্যে ডায়াবেটিস শনাক্ত করা হয় এবং ডায়াবেটিস রোগীদের চিকিৎসা দেয়া হয়।
“ডায়াবেটিসের ঝুঁকি জানুন প্রয়োজনীয় ব্যবস্থা নিন”- এই প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা করা হয়। সকাল ৮টা থেকে নতুন রোগী শনাক্তকরণ চিকিৎসা শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা মন্টু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- সমিতির পরিচালক ডা. দুররুল হোদা। অন্যদের মধ্যে বক্তব্য দেন- ডা. নাইমুল হক, সিনিয়র মেডিকেল অফিসারসহ চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল ও অন্য সদস্যবৃন্দ। প্রায় ১৫০ জন নতুন রোগীর বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় ও চিকিৎসা প্রদান করা হয়।
নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে নাচোল ডায়াবেটিক সমিতি শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
মঙ্গলবার সকাল ১০টায় নাচোল ডায়াবেটিক সমিতি থেকে শোভাযাত্রা বের হয়ে নাচোল পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমিতির কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। সমিতির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ ঝালু খান, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান, নাচোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামালউদ্দিন, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, নাচোল ডায়াবেটিক সমিতির ডাক্তার আব্দুর রব সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন- সমিতির সেক্রেটারি শহিদুল ইসলাম ও সদস্যবৃন্দ এবং নাচোল মহিলা কলেজ ও নাচোল সরকারি কলেজের শিক্ষার্থীরা।
উপজেলা সহকারী কমিশনার সবুজ হাসান বলেন, ডায়াবেটিসের সমস্যায় আগেই রাশ টানার পাশাপাশি জীবনযাত্রায় খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনতে হবে। ধূমপান এবং মদ্যপান বর্জন করা, নিয়মিত সুগারের লেভেল পরীক্ষা করা, নিয়ম মেনে ওষুধ খাওয়া এবং সারাদিন অন্তত ঘণ্টাখানেক হাঁটার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখা সম্ভব।

Scroll to Top