চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত।

রবিবার ঃঃ ০২.০৪.২০১৭

জেলায় আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসক মাহমুদুল হাসানের নেতৃত্বে, র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজ অধিদপ্তরের উপ-পরিচালক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক উপ-সচিব আবু জাফর। এছাড়াও আরও বক্তব্য দেন, জেলা নাটাবের সভাপতি মনিম উদ দৌলা চৌধুরী, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল কর্মকর্তা ডা. জিনাত আরা হক, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মীর শামীম আলী, এনজিও প্রতিনিধি আমিনুল ইসলামসহ অন্যান্যরা।

ভোলাহাটেও বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র্যালী অনুষ্ঠিত হয়েছে। র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য পিয়ার জাহান, সাংবাদিক কল্যাণ ফেডারেশনের আহবায়ক গোলাম কবিরসহ অন্যরা।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …