শনিবার :: ১৬.১২.১৭।
সকালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় মহান বিজয় দিবসের কার্যক্রম। তোপধ্বনির সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসক ও জেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ শহীদদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। পরে বঙ্গবন্ধু পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাং¯কৃতিক অনুষ্ঠান। বিকেলে নারীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভায় জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ফারজানা মোজাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব নুরুন আক্তার। এসময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমদ, পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকা বেগম, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহনাজ খাতুনসহ অন্যান্যরা।
জেলা প্রশাসনের আয়োজনে শাহনেয়ামতুল্লাহ কলেজ অডিটোরিয়ামে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মাহমুদুল হাসান। সন্ধ্যায় হরিমোহন সরকারি বিদ্যালয় প্রাঙ্গনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে, মহান বিজয় দিবস উপলক্ষ্যে পলশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পলশা উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বক্তব্য, কবিতা আবৃতি প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পলশা উচ্চ বিদ্যালয়ের সভাপতি জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং বালিয়াডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান তরিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ড বালিয়াডাঙ্গা ইউনিয়নের সদস্য ফজলে রাব্বি, পলশা সরকারি প্রাথমিক বিদ্যায়ের সভাপতি আবুল কাশেম, পলশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর অবসরপ্রাপ্ত সেনা সদস্য মজিবুর রহমানসহ অন্যান্যরা।
গোমস্তাপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচীর অংশ হিসেবে আজ সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনার পর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিনের অন্যান্য কর্মসূচী শুরু হয়। এতে অংশ নেন জাতীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান বাইরুল ইসলাম, রহনপুর পৌর মেয়র তারিক আহমদ, ইউপেিজলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হান, সহকারী কমিশনার ভূমি আসিফ আহমদসহ সরকারী কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে সদর উপজেলার বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে পল্লী উন্নয়ন সমিতির শিক্ষা, স্বাস্থ্য ও সাংস্কৃতিক শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়, ক্রীয়া প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহীর প্রাধান নির্বাহী প্রকৌশলী আশরাফুল হক, মহানন্দা পেশাজীবি পরিষদের সভাপতি গোলাম মোস্তফা, রাজশাহী মহিলা টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুল হক, বালিয়াডাঙ্গা ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ।
শিবগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। দিবসটি উপলক্ষে আজ দুপুরে সরকারি মডেল হাই স্কুল মাঠে এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য গোলাম রাব্বানী। এরআগে উপজেলার মুক্তিযোদ্ধাদের মাঝে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় অতিথিরা।
অন্যদিকে মহান বিজয় দিবস উপলক্ষে খেলাধূলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপি বেসরকারি সংস্থা বেলাল বাজার সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে স্থানীয় ঈদগাহ মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে খেলাধূলায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।