সোমবার :: ৩০.১২.২০১৯।
চাঁপাইনবাবগঞ্জে আদালতের নির্দেশে বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। আজ বিকেলে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন স্থানে বুলডোজার দিয়ে পিষে ও আগুন দিয়ে পুড়িয়ে ওইসব মাদক ধ্বংস করা হয়। এ সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নাজমুল হোসেন উপস্থিত ছিলেন। কোর্ট পুলিশ পরিদর্শক রওশন আলী জানান, ধ্বংসকৃত মাদকদ্রব্য সমূহের মধ্যে রয়েছে ৩ হাজার ৪২ বোতল ফেনসিডিল, ১১ হাজার ৫৪ পিস ইয়াবা, ১কেজি ১৮১ গ্রাম হেরোইন, ৭কেজি ২৮৫ গ্রাম গাঁজা, ১৯ লিটার ২শ মি.লিটার ও ৫৭ বোতল চোলাই মদ, ১৯ বোতল বিদেশী মদ এবং ২৪৫ আ্যাম্পুল নেশার ইনজেকশন।
পরিদর্শক রওশন আরও জানান, সদর,শিবগঞ্জ, গোমস্তাপুর.ভোলাহাট থানা ও গোয়েন্দা পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন সময় জব্দকৃত এসব মাদকদ্রব্য চলমান বিভিন্ন মামলার আলামত। আদালতের নির্দেশে নমূনা রেখে এসব ধ্বংস করা হয়।