বুধবার :: ১১.১২.২০১৯।
চাঁপাইনবাবগঞ্জে বাল্য বিবাহ, নারী নির্যাতন প্রতিরোধ ও নারী অধিকার প্রতিষ্ঠা বিষয়ক যৌথ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংগঠন ডাসকো ফাউন্ডেশন এর আয়োজন করে। জেলা প্রশাসক এজেডএম নূরুল হকের সভাপতিত্বে কর্মশালায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক তাজকির-উজ-জামান, সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী, জেলা ইসলামিক ফাউন্ডেশন উপপরিচালক আবুল কালাম, জেলা তথ্য অফিসার ওয়াহেদুজ্জামান জুয়েল সহ সংশ্লিষ্টরা। কর্মশালায় বক্তরা বলেন,এই যুগেও শুধু বাল্য বিয়ের কারণে অনেক মেয়ে শিক্ষা থেকে বঞ্চিত। আগামী প্রজন্মের সুস্থভাবে বেড়ে ওঠা ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে বাল্য বিবাহ একটি বড় বাধা। কাজেই সমাজের সবাইকে বাল্য বিবাহ ও নারী নির্যাতনকে প্রতিরোধে কাজ করতে হবে।