
চাঁপাইনবাবগঞ্জে ২০২২-২৩ অর্থবছরে তৃতীয় ও চতুর্থ কিস্তিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করেছে সদর উপজেলা প্রশাসন। আজ বিকেলে সদর উপজেলা পরিষদে প্রধান অতিথি হিসেবে এসব উপকরণ বিতরণ করেন সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। সদর উপজেলা নির্বাহী অফিসার রওশন আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, ভাইস চেয়ারম্যান তোসিকুল আলম বাবুল ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার। অনুষ্ঠানে ১০ জনকে বাইসাইকেল, ১০০ জন ছাত্র-ছাত্রীকে ১টি করে স্কুলব্যাগ, ৬টি করে খাতা, ১ ডজন করে বলপেন ও কাঠপেনসিল, ২০ জন ছাত্র-ছাত্রীকে ২ হাজার ৪০০ টাকা করে, ১০ জন ছাত্র-ছাত্রীকে ৬ হাজার টাকা করে এবং ৫ জন ছাত্র-ছাত্রীকে ৬ হাজার ৬০০ টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।