চাঁপাইনবাবগঞ্জে বাংলাভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

শুক্রবার ঃঃ ৩১.০৩.২০১৭
শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে বাংলাভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবারো পাঠাগারে এসে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও মানবকন্ঠের জেলা প্রতিনিধি গোলাম মাস্তফা মন্টু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি ও আরটিভি’র জেলা প্রতিনিধি এমরান ফারুক মাসুম। স্বাগত বক্তব্য পাঠ করেন, বাংলাভিশনের জেলা প্রতিনিধি এস এম সাখাওয়াত জামিল দোলন। পরে জন্মদিনের কেক কাটা হয়। এর আগে শোভাযাত্রায় অংশগ্রহণকারী সকলকে বাংলাভিশনের লোগো সংবলিত গেঞ্জি ও ক্যাপ প্রদান করা হয়।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …