বুধবার ঃঃ ১৫.০৩.২০১৭
জেলায় বাংলাদেশ প্রতিদিনের ৮ম বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা, র্যালি ও কেক কাটার আয়োজন করা হয়। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগার মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য দেন, পৌর কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, বিশিষ্ট লেখক ও নাট্যকার গোলাম রাব্বানী তোতা, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ডাবলু কুমার ঘোষ, সীমান্তের কাগজ সম্পাদক জাফরুল আলম, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি রফিকুল আলম, জেলা সিপিবি’র সম্পাদক ইসরাইল সেন্টু, সাংবাদিক হোসেন শাহনেওয়াজ, রবিউল হাসান ডলার, মোহাম্মদ আব্দুল্লাহসহ অন্যান্যরা। শেষে কেক কাটার পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।