চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিলসহ ২ জন আটক

শুক্রবার :: ১৩.০৪.২০১৮

চাঁপাইনবাবগঞ্জ সদরের বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মহানন্দা সেতুর টোলঘর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৪০০ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। আটককৃতরা হলো-নাটোরের কাকফো নতুনপাড়া বাগাতিপাড়ার সহিদুলের ছেলে শাহিন ও চাঁদপুর হাজার দিঘির মৃত ফজল হকের ছেলে মকবুল। এসআই গোলাম রসুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় আজ ভোর সাড়ে ৫ টার দিকে ঐ এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়। এ ব্যাপারে মাদক আইনে মামলার প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এসআই গোলাম রসুল।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …