সোমবার :: ১২.০৩.২০১৮
চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিল মামলায় ৩ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদ- দিয়েছেন আদালত। আজ সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান এ দ- প্রদান করেন। দ-প্রাপ্তরা হলেন শিবগঞ্জ উপজেলার সাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের কুদ্দুস আলীর ছেলে সাহেদুল ওরফে মহবুল, একই গ্রামের মোসলেম আলীর ছেলে জ্যান্টু ও রহমান আলীর ছেলে ইয়াসিন আলী। সরকারি অতিরিক্ত কৌশুলি আঞ্জুমান আরা মামলার বরাত দিয়ে জানান, ২০১৩ সালের ৩ আগস্ট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সোনামসজিদ স্থলবন্দরে পানামা পোর্টলিংক লিমিটেডের ৫ নম্বর ফটকে ওঁৎ পেতে থাকে। সেখান দিয়ে যাবার সময় সাহেদুল ওরফে মহবুল, জ্যান্টু ও ইয়াসিন আলীকে তল্লাশী করে কোডিন মিশ্রিত ৮৫ বোতল ফেন্সিডিলসহ আটক করে শিবগঞ্জ থানায় সোপর্দ করে। এঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মাহবুবুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদেরকে অভিযুক্ত করে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লুৎফর রহমান ২০১৩ সালের ২৫ অক্টোবর আদালতে সাহেদুল ওরফে মহবুল, জ্যান্টু ও ইয়াসিন আলীর বিরুদ্ধে অভিযোহপত্র দাখিল করেন। শুনানী শেষে সোমবার বেলা সোয়া ১১টায় আসামীদের উপস্থিতে এ রায় ঘোষণা করা হয়।