চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিল ও নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার।

শনিবার ঃঃ ১৮.০৩.২০১৭

শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা সীমান্ত এলাকা থেকে আজ ভোরে ৭৬৫ বোতল ফেনসিডিল ও ৮ হাজার ১শ ২০ টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করেছে ৫৯ বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল হাসান মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে, শিয়ালমারা সীমান্তের চাঁন শিয়ালমারা আমবাগানে অভিযান চালানো হয়। এসময় ভারতের দিক থেকে তিন থেকে চারজন ব্যক্তি বস্তা নিয়ে বাংলাদেশে প্রবেশ করলে তাদের থামার সংকেত দিলে তারা বস্তা ফেলে পুনরায় ভারতের দিকে পালিয়ে যায়। পরে তিনটি বস্তায় তল্লাশী চালিয়ে ফেনসিডিল ও নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …