মঙ্গলবার ঃঃ ৩১.০১.২০১৭
চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্রস জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার আজকের খেলায় জয় পেয়েছে নয়াগোলা উচ্চ বিদ্যালয়। তারা ৩০ রানে হামিদুল¬াহ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে নয়াগোলা উচ্চ বিদ্যালয় ৩৩ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে মামুন ৫৭, আলামিন ৪০ রান করে। ১৯০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে হামিদুল¬াহ উচচ বিদ্যালয় ২৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে আবু সাইম ৫৬, সজিব ১২ রান করে। আগামীকালের খেলায় অংশগ্রহণ করবে হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয় ও আলীনগর উচ্চ বিদ্যালয়।
Check Also
জেলাশহরে গাড়িতে করে ন্যায্যমূল্যে মুরগি ডিম ও দুধ বিক্রি শুরু
১২ এপ্রিল সোমবার, ২০২১। করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে চাঁপাইনবাবগঞ্জ সদরে ভ্যান ও ট্রাকে …