শুক্রবার ঃঃ ২৭.০১.২০১৭
অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্রস জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা আজকের খেলায় জয় পেয়েছে নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়। তারা ১৫৭ রানে নয়াগোলা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয় ৪২ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে আজিম ৫০, সুমন ৩৭ রান করে। ২০৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নয়াগোলা উচ্চ বিদ্যালয় ১৭ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ৪৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে মামুন ১৫, আলিম ১১ রান করে। আগামীকালের খেলায় অংশগ্রহণ করবে ফুলকুড়ি ইসলামিক একাডেমী ও আলীনগর উচ্চ বিদ্যালয়।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদরের ভাগ্যবানপুরের ভক্তি স্টেডিয়ামে মরহুম ইসমাইল মেম্বার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে গুলজার রাইডার্স ২৭ রানে ল্যালা কিংসকে পরাজিত করে। প্রথমে টসে জিতে গুলজার রাইডাস ১০ ওভারে ১২২ রান করে দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রান রান করে শিমুল। ১২৩ রানের টার্গেটে ল্যালা কিংস ৯৫ রানেই অলআউট হয়ে যায়। দলের পক্ষে সৈকত ৩০ রান সংগ্রহ করে ।
গোদাগাড়ি উপজেলার বালিয়াঘাট্টার এ কে ফজলুল হক উচ্চ বিদ্যালয় মাঠে দারিয়াপুর প্রিমিয়ারলীগ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে দারিয়াপুর নাইট রাইডার্সের মুখোমুখি হয় দুরন্ত দারিয়াপুর। টসে জিতে দুরন্ত নাইট রাইডার্স ১২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করে গোলাম মুর্শেদ। ১০৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুরন্ত দারিয়াপুর ১০ ওভারে ৭৮ রান করে অলআউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করে ডলার। বিকেলে কিংস ইলেভেন দারিয়াপুরের মুখোমুখি হয় দারিয়াপুর সুপার একাদশ। টসে জিতে কিংস ইলেভেন ১২ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৮৮ রান করে। জবাবে সুপার একাদশ ৫ উইকেটে ৯৩ রানে জয়ের রক্ষে পৌঁছে যায়। দলের অধিনায়ক রুহুল আমিন ৩৮ রান করে ম্যান অব দ্যা ম্যাচ হয়।