বুধবার :: ২০.০৯.২০১৭
চাঁপাইনবাবগঞ্জে ৮ বছরের এক বুদ্বি প্রতিবন্ধী কন্যা শিশুকে ধর্ষণের অপরাধে গোলাম কিবরিয়া নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ১ লক্ষ টাকার অর্থদন্ড অনাদায়ে আরও ৩ বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ শিশু আদালতের বিচারক ও অতিরিক্ত দায়রা জজ জিয়াউর রহমান আসামীর উপস্থিতিতে এই আদেশ প্রদান করেন। আদেশে জরিমানার অর্থ ওই শিশু পাবে বলেও উল্লেখ করা হয়। দন্ডিত গোলাম কিবরিয়া জেলার ভোলাহাট উপজেলার বড়গাছি উত্তরপাড়ার সেনারুর মিস্ত্রীর ছেলে। মামলা সূত্রে ও চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা জানান, ২০১৬ সালের ২৮ মে জোরপূর্বক ধর্ষণের শিকার হয় মানসিক প্রতিবন্ধী ওই শিশু। এ ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে ৩০ মে ভোলাহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ১৪ জনের সাক্ষ্য গ্রহণ ও শুনানী শেষে আদালত একমাত্র অভিযুক্ত গোলাম কিবরিয়াকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়।