শনিবার::২৭:০৫:২০১৭
চাঁপাইনবাবগঞ্জ পৌর কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ সকালে দ্বারিয়াপুরে আলহাজ ফজলুল করিম শেলী পৌর কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের কার্যক্রম উদ্বোধন উপলক্ষে টার্মিনাল চত্ত্বরে আলোচনা সভার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা। মেয়র নজরুল ইসলামের সভাপতিত্ত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান। এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম, পৌর প্যানেল মেয়র সাইদুর রহমানসহ অন্যরা। শহরের যত্রতত্র পার্কিং এর মাধ্যমে সৃষ্ট যানজট কমানো, দূষণ ও দূর্ঘটনা হ্রাস, জেলায় ট্রাক চলাচল নিয়ন্ত্রণে এই আধুনিক টার্মিনালটি কার্যকর ভুমিকা রাখবে। আজ থেকে কার্যক্রম শুরু হওয়া টার্মিনালে পৌর কর্তৃপক্ষ টোল নির্ধারণ করেছে ট্রাক ও কভার্ড ভ্যান ৫০ টাকা এবং ছোট ট্রাক ও পিকআপ ৩০ টাকা করে।