
চাঁপাইনবাবগঞ্জে প্রমোটিং এগ্রিকালচারাল কর্মাসিয়ালাইজেশন অ্যান্ড এন্টারপ্রাইজেস (পেস) প্রকল্পের আওতায় ক্ষুদ্র ও কমার্শিয়াল পর্যায়ে উৎপাদিত পণ্য পরিদর্শন করেছেন পিকেএসএফ এর পেস প্রকল্পের ভ্যালুচেইন প্রজেক্ট ম্যানেজার নুর আলম। আজ সকালে তিনি গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার ধুলাউড়ি গম্বুজপাড়া গ্রামের ক্ষুদ্র উদ্যোক্তা শফিকুল ইসলামের আম, কাঁঠাল, তেতুল ও আমড়ার থেকে তৈরি আচার, জেলি ও মোরব্বা পরিদর্শন করেন। এসময় নুর আলম উদ্যোক্তা শফিকুল ইসলামের ব্যবসার বিভিন্ন বিষয়ের খোঁজ খবর নেন এবং তাকে দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন, প্রয়াসের সহকারী পরিচালক মুমিনুল ইসলাম, পেস প্রকল্পের ফোকাল পার্সন ও প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, রেইজ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আলম বিশ্বাস, প্রয়াসের পেস প্রকল্পের ভ্যালু চেঞ্জ ফ্যাসিলিটেটর রাজু আহম্মেদ, প্রয়াসের আঞ্চলিক ব্যবস্থাপক(গোমস্তাপুর) মনিরুজ্জামান, ইউনিট-৭ এর ব্যবস্থাপক জামাল হোসেন, প্রয়াসের মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সিনিয়র অফিসার(হিসাব) শালেক আলী, সহকারি কৃষি কর্মকর্তা রুহুল আমিন ও সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা এমদাদুল হক। পরে দুপুরে গোবরাতলা ইউনিয়নের চাঁপাই-পলশায় প্রয়াসের ইউনিট-১ এ স্থাপিত প্রয়াসের পেস প্রকল্পের কারখানা পরিদর্শন করেন এবং প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট এর পরিবেশনায় গান, নৃত্য ও গম্ভীরা উপভোগ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, প্রয়াসের আঞ্চলিক ব্যবস্থাপক(চাঁপাইনবাবগঞ্জ সদর) বাসার উদ্দিন, ইউনিট-১ এর ব্যবস্থাপক শামসুদ আলী, প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট এর টিম লিডার সাহেদ সিদ্দিক ফ্রান্স ও প্রয়াসের অফিসার মাইনুল ইসলাম সহ অন্যরা। উল্লেখ্য পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহাযোগিতায় চাঁপাইনবাবগঞ্জে পেস প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। এই প্রকল্পের মাধ্যমে প্রয়াসের কর্মএলাকায় ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি, প্রশিক্ষণ প্রদান, উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের মান উন্নয়ন, ব্যান্ডিং, ই-কমার্স ভিত্তিক বিপণন সহ নানা বিষয়ে কাজ করছে।