মঙ্গলবার :: ০৩.০৪.২০১৮
চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান আসামিদের উপস্থিত এ রায় প্রদান করেন। দ-প্রাপ্তরা হলেনÑ সদর উপজেলার রাজপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে শামসুদ্দীন, চরহরিশপুর গ্রামের কচিমুদ্দীনের ছেলে রহিম এবং একই উপজেলার বাথানপাড়া গ্রামের জাদেস আলীর ছেলে বিশু আলী। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা জানান, ২০১৬ সালের ৯ মার্চ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাজপাড়া গ্রামে অভিযান চালিয়ে শামসুদ্দীন ও রহিমকে ৮শ গ্রাম হেরোইনসহ আটক করে র্যাব। এ ঘটনায় ওইদিনই র্যাবের ডিএডি সাজ্জাদ হোসেন সেলিম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়ের করেন। ওই বছর ৩০ এপ্রিল সদর থানার এসআই আলমগীর হোসেন তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অন্যদিকে একই বছরের ৬ ফেব্রুয়ারি সদর উপজেলার নরেন্দ্রপুরের একটি বাঁশ বাগান থেকে ৫শ গ্রাম হেরোইনসহ বিশু আলীকে আটক করে র্যাব। পরদিন র্যাবের ডিএডি বেলাল হোসেন বাদী হয়ে সদর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। ওই বছর সদর থানার এসআই আলমগীর হোসেন ৩ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …