
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন পূজাম-পের আয়োজকদের নিয়ে শারদীয় দুর্গাপূজা পরবর্তী বিজয়া সম্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ সদর ও পৌর শাখার উদ্যোগে বিকেলে জেলা শহরের প্রতাপ চন্দ্র দাস দুর্গা মন্দির প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পূজা উদযাপন পরিষদ পৌর শাখার সভাপতি অপূর্ব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেনÑ বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক দিলীপ রায়। ব্রাহ্মণ সংসদের জেলা সাধারণ সম্পাদক রানা প্রতাপ আচার্যের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তরুণ সাহা, পৌর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী অজিত দাস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ পৌর শাখার সাধারণ সম্পাদক সৌমিত চ্যাটার্জি, ছবি রানী সাহাসহ আরো অনেকে। সভায় চাঁপাইনবাবগঞ্জে সুন্দর পরিবেশে পূজা উদ্যাপিত হওয়ায় সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা। পরে পূজায় বিভিন্ন্ ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মিলনের সমাপ্তি ঘটে।