শুক্রবার ০৩.০৩.২০১৭
চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোলঘর সংলগ্নে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে রবিউল ইসলাম ওরফে একরামুল নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার ব্যক্তি শিবগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। গতকাল চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ক্যাম্প কমান্ডার এএসপি নূরে আলম ও এএসপি এ.কে.এম. এনামুল করিম’র নেতৃত্বে, অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড পিস্তলের গুলি, ১টি মোবাইল ফোন এবং নগদ ৮ হাজার ৪’শ টাকাসহ তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।