চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

বুধবার :: ০৪.০৪.২০১৮

চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদ-, প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদ- দিয়েছেন আদালত। আজ সকালে চাঁপইনবাবগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান এ দ- প্রদান করেন। দ-প্রাপ্তরা হলÑচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চুনাখালি খলিপাড়ার কসিমুদ্দিনের ছেলে সোহেল ওরফে বাবু , একই গ্রামের বিশু খলিফার ছেলে দবির আলী ও ফড়িং বিশ্বাসের ছেলে আমিনুল ইসলাম। এদের মধ্যে রায় ঘোষণার সময় সোহেল ওরফে বাবু আদালতে হাজির ছিল। অন্য দুজন পলাতক রয়েছে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা জানান, আসামি সোহেল ওরফে বাবুর সাথে শিবগঞ্জ উপজেলার দেবত্তর গ্রামের একটি মেয়ের মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালের ৬ জুন মেয়েটিকে বিয়ের প্রলোভন দিয়ে বাড়ি থেকে ডেকে এনে সদর উপজেলার হোসেন ডাঙ্গা এলাকায় জোরপূর্ব ধর্ষণ করে। এসময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদেরকে ধরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মেয়েটিকে উদ্ধারসহ ওই ৩ জনকে আটক করে পুলিশ। এ ঘটনায় পরদিন ৭ জুন মেয়েটি নিজে বাদী হয়ে ধর্ষণের অভিযোগে সদর থানায় মামলা দায়ের করে। মামলার তদন্ত শেষে একই মাসের ৩০ জুন এসআই দুলাল উদ্দিন ওই তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন আদালতে। এ মামলায় ৬জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …