চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

রবিবার :: ১৮.০৩.২০১৮

চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ মামলায় কামরুল ইসলাম ওরফে কাইমা চোর নামে ১ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদ-, ১ লাখ টাকা অর্থদ- অনাদায়ে আরো ৩ বছরের বিনাশ্রম কারাদ- দিয়েছেন আদালত। আজ দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাব্যুনাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্ত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেহাইচর-টিকরামপুর মহল্লার মোজাহারের ছেলে। মামলার সরকারি কৌশুলি আঞ্জুমান আরা মামলার বরাদ দিয়ে জানান, ২০১৫ সালের ৩ আগস্ট একই মহল্লার জেরিনা খাতুন নামের এক অন্ধ মহিলা তাঁর বাবার বাড়িতে আসামি কামরুল ইসলাম ওরফে কাইমা চোর জানালার লোহার রড ভেঙ্গে ঘরে প্রবেশ করে জোরপূর্বক জেরিনাকে ধর্ষণ করে। এঘটনায় জেরিনার চাচাতো ভাই রাজ্জাক বাদী হয়ে কামরুল ইসলাম ওরফে কাইমা চোরকে অভিযুক্ত করে ঘটনার দুইদিন পর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে এসআই আতাউর রহমান একই বছরের ২৮ ডিসেম্বর কামরুল ইসলাম ওরফে কাইমা চোরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …