চাঁপাইনবাবগঞ্জে দেশীয় অস্ত্রসহ পুলিশের হাতে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে দেশীয় অস্ত্রসহ তৌফিকুল ইসলাম ওরফে তৌফিক (২৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসী ও চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তার হওয়া তৌফিক চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়া মহল্লার মৃত কুরবান আলীর ছেলে।  শনিবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে পৌর এলাকার বিভিন্ন স্থানে একটি কিশোর গ্যাং পরিচালনা করে আসছিল তৌফিক। তার ছত্রচ্ছায়ায় কিশোর গ্যাংটি দেশীয় অস্ত্র প্রদর্শন করে শহরে বিভিন্ন ধরনের অপরাধ করে আসছিল। এ তথ্যের ভিত্তিতে আজ  শনিবার ভোর সাড়ে ৫টার দিকে তার নিজ বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে তার অপর ২ সহযোগী পালিয়ে গেলেও তৌফিককে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এসময় তার কাছে রক্ষিত থাকা ১টি চাইনিজ কুড়াল, ২টি তলোয়ার, ১টি খাঁজ কাটা চাপাতি ও ১টি পাঞ্জ জব্দ করা হয়।
ওসি আরো জানান, তৌফিকুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে এবং আজকের  ঘটনায় মামলা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top