চাঁপাইনবাবগঞ্জে দুর্নীতি বিরোধী র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

বুধবার ঃঃ ২৯.০৩.২০১৭
চাঁপাইনবাবগঞ্জে আজ দুর্নীতি বিরোধী র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই কর্মসূচির আয়োজন করে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. সিরাজ উদ্দিনের সভাপতিত্বে, অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক মাহমুদুল হাসান। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তৌফিকুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল কর্মকর্তা ডা. এম এ মাতিন, সচেতন নাগরিক কমিটির সভাপতি সেলিনা বেগমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। সভা পরিচালনা করেন, কমিটির সদস্য ও গ্রীনভিউ স্কুলের প্রধান শিক্ষক রোকসানা আহমদ। অনুষ্ঠানের শুরুতে দুর্নীতি বিরোধী শপথবাক্য পাঠ করানো হয়। এসময় বক্তারা দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …