বুধবার ঃঃ ২২.০৩.২০১৭
চাঁপাইনবাবগঞ্জে দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউস সম্মেলন কক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. সিরাজ উদ্দিনের সভাপতিতে,¡ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, রাজশাহী বিভাগীয় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের পরিচালক আবদুল আজিজ ভুঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় রাজশাহীর উপ-পরিচালক শেখ ফাইয়াজ আলম। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মসিউল করিম বাবু, গোমস্তাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরুল আমিনসহ অন্যান্যরা।