চাঁপাইনবাবগঞ্জে দুই দিনের অভিযানে সাড়ে ৫২ কেজি পাওয়ার জেল, সাড়ে ৪ কেজি গানপাউডার ও জিহাদী বইসহ গ্রেফতার ৭।

শুক্রবারঃঃ ১২.০৫.২০১৭
চাঁপাইনবাবগঞ্জ সদর, নাচোল ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে গত দুই দিনের জঙ্গিবিরোধী অভিযানে সাড়ে ৫২ কেজি এক্সপ্লোসিভ পাওয়ার জেল, সাড়ে ৪ কেজি গানপাউডার ও ২২টি জিহাদী বইসহ ৭ জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বিকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। পুলিশ সুপার জানান, গত বুধবার রাত থেকে দুই দিনের পৃথক পৃথক জঙ্গিবিরোধী অভিযানে নাচোল উপজেলার গুঠইল গ্রামের মৃত তাইফুর রহমানের ছেলে হারুন অর রশিদ ও মোস্তফার ছেলে কামাল উদ্দীন ওরফে সরকার, বেড়াচকি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে নাসিম রেজা ওরফে শাহিন, শ্রীরামপুর গ্রামের কেতাবুল ইসলামের ছেলে ফিরোজ, শিবগঞ্জ উপজেলার শিবনগর কাইঠাপাড়া গ্রামের এসলামের ছেলে বাবু, রাঘবপুর গ্রামের মৃত নেশ মোহাম্মদের ছেলে আজিজুল হক ও সদর উপজেলার দেবীনগর ফাটাপাড়া গ্রামের গুটুর ছেলে আব্দুল হাকিমকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছে সাড়ে ৫২ কেজি এক্সপ্লোসিভ পাওয়ার জেল, সাড়ে চার কেজি গান পাউডার ও ২২টি জিহাদী বই উদ্ধার করা হয়েছে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …