শনিবার :: ১০.০৩.২০১৮
চাঁপাইনবাবগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে ককটেলের আঘাতে ১ জন নিহত ও ১জন আহত হয়েছে। নিহত ব্যক্তি হচ্ছে, জেলার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা নামোগ্রামের নৈমুদ্দিনের ছেলে আইয়ুব আলী ও আহত ব্যক্তি একই গ্রামের মোজাম্মেলের ছেলে আরিফ হোসেন। সদর থানার ওসি মনজুর রহমান জানান, জমিজায়গা নিয়ে দ্বন্দ্বের জের ধরে আজ সকাল সাড়ে ৬টার দিকে আলম গ্রুপ ও একই গ্রামের বাবু গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে বাবু গ্রুপের লোক আইয়ুব আলী ও আরিফ হোসেন বোমার আঘাতে আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আইয়ুব আলীকে মৃত ঘোষণা করেন। আহত আরিফ হোসেনকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত মামলা হয়নি।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …