বৃহস্পতিবার::১১:০৫:২০১৭
চাঁপাইনবাবগঞ্জে দলিত, হিজড়া, হরিজন ও বেদে জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা দপ্তরের যৌথ উদ্যোগে এই সেমিনার আয়োজন করা হয়। জেলা সমাজ সেবা দপ্তরের উপ-পরিচালক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তৌফিকুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সেরাজুল হক, সমাজসেবক মনিম-উদ-দৌলা চৌধুরী, সাংবাদিক ডাবলু কুমার ঘোষসহ সমাজ সেবা দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সেমিনারে বক্তারা বলেন, এইসব জনগোষ্ঠী দেশের একটি ক্ষুদ্র অংশ, তারা অবহেলিত ও অনগ্রসর। তাদেরকে মূলস্রোতধারায় এনে দেশের সার্বিক উন্নয়নে সম্পৃক্ত করার আহব্বান জানান তারা।