চাঁপাইনবাবগঞ্জে দলিত, হিজড়া, হরিজন ও বেদে জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষ্যে সেমিনার

বৃহস্পতিবার::১১:০৫:২০১৭

 

চাঁপাইনবাবগঞ্জে দলিত, হিজড়া, হরিজন ও বেদে জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা দপ্তরের যৌথ উদ্যোগে এই সেমিনার আয়োজন করা হয়। জেলা সমাজ সেবা দপ্তরের উপ-পরিচালক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তৌফিকুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সেরাজুল হক, সমাজসেবক মনিম-উদ-দৌলা চৌধুরী, সাংবাদিক ডাবলু কুমার ঘোষসহ সমাজ সেবা দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সেমিনারে বক্তারা বলেন, এইসব জনগোষ্ঠী দেশের একটি ক্ষুদ্র অংশ, তারা অবহেলিত ও অনগ্রসর। তাদেরকে মূলস্রোতধারায় এনে দেশের সার্বিক উন্নয়নে সম্পৃক্ত করার আহব্বান জানান তারা।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …