চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে শিশুসহ আরো ১৪ আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার কালিনগর এলাকার ১২ বছরের নীরব ও মোন্নাপাড়ার ১২ বছরের আল মামুনসহ নতুন করে আরো ১৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৩ জন নারীসহ ১০ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন নারীসহ ৪ জনের দেহে ডেঙ্গু ধরা পড়ে। বৃহস্পতিবার সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৩৮ জন। চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার ১২ জনকে ছাড়পত্র দেয়া হছে। এ পর্যন্ত ছাড়পত্র দেয়া হয়েছে ৫১৩ জনকে। ছাড়পত্রপ্রাপ্তদের মধ্যে ৩৮৮ জন পুরুষ এবং ১১৫ জন নারী রয়েছেন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে বিভিন্ন বয়সের ৩ জন নারীসহ ১৬ জন, শিবগঞ্জে ৪ নারীসহ ৬ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ নারীসহ ৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top