চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আরো ১০ আক্রান্ত : হাসপাতালে ভর্তি ২৬ জন

চাঁপাইনবাবগঞ্জে জেলাশহরের বাতেন খাঁর মোড় এলাকার ১৩ বছরের এক শিশুসহ নতুন করে আরো ১০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৪ জন পুরুষ ও ২ জন নারীসহ ৬ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন পুরুষ ও ২ জন নারীসহ ৪ জনের দেহে ডেঙ্গু জ্বর শনাক্ত হয়। আজ সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তথ্য অনুযায়ী, চলতি বছরের আজ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫০৪ জন এবং একই সময়ে ছাড়পত্র দেয়া হয়েছে ৪৭৮ জনকে। এর মধ্যে আজ ৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ছাড়পত্রপ্রাপ্তদের মধ্যে ৩৭৮ জন পুরুষ এবং ১০০ জন নারী রয়েছেন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে বিভিন্ন বয়সের ১২ জন পুরুষ ও ৫ জন নারীসহ ১৭ জন, শিবগঞ্জে ২ নারীসহ ৩ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ পুরুষসহ ৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ১ জন শিশু রয়েছে। সবমিলিয়ে জেলায় ভর্তি রোগীর সংখ্যা ২৬ জন। নতুন করে অক্রান্তদের মধ্যে একজনের বাড়ি জেলাশহরের শান্তিবাগ, একজনের বাতেন খাঁর মোড়, একজনের পোড়াগাঁ, একজনের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া, একজনের চরপাঁকা, একজনের ছিয়াত্তরবিঘি, একজনের কানসাট, একজনের রেইবাতা, একজনের শ্যামপুর শরৎনগর, একজনের বাড়ি সাহাপাড়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top