
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে নতুন করে আরো ১৫ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৮ জন পুরুষ ও ১৭ বছরের ১ জন কিশোরী রয়েছেন। এই ১৫ জনের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ওই কিশোরীসহ ৯ জন, ও শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন রোগী ভর্তি হয়েছেন। সিভিল সার্জন অফিস এই তথ্য নিশ্চিত করে জানায়, বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৪ জন নারীসহ ১৩ জন, শিবগঞ্জে ৫ জন এবং ভোলাহাটে ৪ জনসহ জেলায় ২২ জন রোগী ভর্তি আছে। এখন পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়েছে ১৮০ জন। তাদের মধ্যে সুস্থ হওয়ায় ছাড়পত্র দেয়া হয়েছে ১৫৮ জনকে।