সোমবার :: ০৬.০১.২০২০।
চাঁপাইনবাবগঞ্জ শহরে ট্রাকের চাকার নীচে পিষ্ট হয়ে একই মোটরসাইকেল আরোহী পিতা ও তাঁর শিশু কন্যা নিহত হয়েছে। আজ বেলা সোয়া ১১টার দিকে উপরাজারামপুর এলাকায় রাজশাহী মহাসড়কে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন, শহরের হরিপুর নতুনপাড়া এলাকার মৃত. মোসলেম উদ্দিনের ছেলে ঔষুধ ব্যবসায়ী গোলাম রাব্বানী ও তার ৭ বছরের ক্লাস ওয়ানে পড়া শিশু কন্যা সাদিকিনা রোশনি। সদর থানা পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায়। তবে পুলিশ গোদাগাড়ি উপজেলার সুলতানগঞ্জ এলাকার একটি ফিলিং ষ্টেশনের নিকট থেকে পার্ক করে রাখা খালি ট্রাকটি আটক করেছে। তবে এর চালক পলাতক রয়েছে। ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা ও সদর থানা পুলিশ পরিদর্শক (অপারেশন) মিন্টু রহমান জানান, বেলা ১১টায় স্কুল ছুটির পর উপরাজারামপুর কিন্ডারগার্টেনে পড়া মেয়েকে মোটরসাইকেলে করে বাড়ি নিয়ে যাচ্ছিলেন শহরের হরিপুর বোর্ডঘর এলাকার হাসিনা ফার্মেসি মালিক গোলাম রাব্বানী। সোয়া ১১টার দিকে উপরাজারামপুর পাসপোর্ট অফিসের নিকট পেছন থেকে আসা একটি দ্রæতগামী ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দিয়ে রাজশাহীর দিকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই পিতা-কন্যা নিহত হন। পরিদর্শক মিন্টু জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়। পরে আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত না করেই মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশ কর্মকর্তা মিন্টু রহমান।