২৬.০১.২০২০, রবিবার।
সারাদেশে উপজেলা পর্যায়ে ৩২৯টি নতুন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন প্রকল্পটি একনেকে অনুমোদন হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারী পলিটেকনিক ইনিষ্টিটিউট ও সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নেন। শোভযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে সরকারী কলেজ মাঠে জেলা প্রশাসক এজেডএম নূরুল হকের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে একটি পত্র তুলে দেন। এসময় টেকনিক্যাল স্কুল কলেজ অধ্যক্ষ আজাদ আলী, পলিটেকনিক অধ্যক্ষ প্রকৌশলী হুমায়ন কবির, চীফ ইন্সট্রাকটর শহিদুল ইসলাম, ইন্সট্রাকটর জাহাঙ্গীর আলম, আব্দুল বারী, আব্দুল কাদের জিলানী, শিক্ষার্থী কল্যাণ ইন্সট্রাকটর আজিজুর রহমান সহ দুই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দক্ষ মানবস্পদ গড়তে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে গত ২১’জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় ‘উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (টিএসসি) স্থাপন(২য় পর্যায়ে)’ শীর্ষক প্রকল্পটি অনুমোদন দেয়া হয়।